poetry. (pagli tui chapa ja)
সত্য - অসত্য। কথা না বলে চুপ থাকো , সব সত্য বলতে নেই । তোমার বেশি সততায় তূমি পিছিয়ে পড়বে । চারি দিকে দেখো আর মনে মনে হাসো । ভাবছি তাই , মাঝে মাঝে পাগোল হয়ে যাই । চারি দিকে ঠায় দাড়ানো ব্যকুল সমাজ । মনের অতৃপ্ত বাসনা ! সুপ্ত থাক , দয়া আর অনুদানে । পেটে খিদে তাতে কী ? হাসির খোরাক খাও অসত্য বক্তব্য শোনো নিরবে , কিছুটা সময় কাটাও হালকা নেশাতে । অসত্য তোকেও বলতে হয় - সাহস তোর বলিহারী । অলি-গলি মাঠ -ঘাট ঘুরে , সত্য হয়ে ফিরে আসিস হাসি মুখে , জয়ের মালা নিয়ে , বিজয় তিলক পরে । ধারাবাহিক prantik
Comments
Post a Comment